ডার্মারোলার নিয়ে খুঁটিনাটি



ডার্মারোলার কী?

ডার্মা রোলার এমন একটি যন্ত্র যেটি মাইক্রোনিডেল/ টাইটেনিয়াম সুই ব্যবহার করে আমাদের ত্বকে এপিডারমিসের(চামড়ার একটি লেয়ার) ভেতর মাইক্রো প্রিকচার (ছোট ছিদ্র) এর মাধ্যমে ত্বকের সার্বিক উন্নয়ণ করে থাকে। ছিদ্র করার মাধ্যমে এটি ত্বকে অবস্থিত ব্লাড ভেসেল এর সাহায্যে বিভিন্ন হরমোন নিঃসৃত করার মাধ্যমে ত্বকের উন্নতি সাধন করে থাকে।


Needle Size: 0.5mm | 1.00mm | 1.5mm | 2.00mm | 3.00mm

কাজসমূহঃ ত্বকের অবাঞ্চিত চিহ্ন/দাগ অপসারণ, ব্রণ অপসারণ ছিদ্র বা গর্তের ন্যায় দাগ অপসারণ করে , অপারেশন ও কাটা দাগ দূর করে , নতুন চুল গজাতে ও চুলের বৃদ্ধি বিকশিত করে ফ্যাট/চর্বি কমাতে দারুণ কার্যকর।

কিভাবে ব্যবহার করবেনঃ ব্যবহারের পূর্বে প্রায় ৫-৮ মিনিট ৭৫% অ্যালকোহল অথবা হেক্সিসল দিয়ে ডার্মারোলারটি জীবাণু মুক্ত করে নিন এটি একান্তই ব্যক্তিগত ব্যবহার্য, অন্যান্য মানুষের সাথে ভাগ বা শেয়ার করা যাবে না। এটা সাবধানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

পদ্ধতিঃ সাধারণভাবে আপনার মুখ পরিষ্কার করুন। ডার্মারোলার পরিষ্কার করুন, মুখ পরিষ্কার করার পর, আপনার মুখের উপর ডার্মারোলারটি রাখুন এবং আপনার মুখটি রোল করুন। ভারী চাপে আপনার চামড়াতে এটি রোল বা ঘষাঘষি করবেন না, হালকা চাপে ব্যবহার করবেন! ব্যবহারের পর ডার্মারোলারটি পরিষ্কার এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। বিস্তারিত দেখার জন্য ইউটিউবে সার্চ করুন,  কিভাবে ডার্মারোলার ব্যবহার করতে হয়?

দামঃ 1100 টাকা মাত্র।

ডেলিভারী পদ্ধতিঃ " কুরিয়ার সার্ভিস " এর মাধম্যে ক্যাশ অন ডেলিভারি করা হবে। পণ্য হাতে পেয়ে মূল্য প্রদান করবেন। অর্ডার কনফার্ম করতে ১০০ টাকা বাধ্যতামূলক অগ্রিম প্রদান করতে হবে।
মিরপুর ১০ নাম্বার / শ্যামলী সরাসরি পিক আপ পয়েন্ট থেকে সংগ্রহ করা যাবে।
আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন , অথবা সরাসরি কল/মেসেজ এর মাধ্যমে অর্ডার করতে পারবেন।

যোগাযোগঃ
Website: HealthWeather
Please Call for Order: 01903753224


Comments

Post a Comment

Popular posts from this blog

কাপিং থেরাপি (হিজামা) কিভাবে কাজ করে?

হিজমা-কাপিং দ্বারা চিকিৎসাকৃত এমন কিছু রোগের নাম।

মোটা হতে চান? তাহলে এই ৬ টি ঘরোয়া টিপস দেখুন