ঘাড় ও কোমর ব্যথার একমাত্র চিকিৎসা হিজামা বা কাপিং থেরাপি



ঘাড় ও কোমর ব্যথার জন্য হিজামা বা কাপিং থেরাপি অনেক কার্যকরী চিকিসা, এতে কোমর ও ঘাড়ের মাংশ পেশীর মুভমেন্ট ইজি হয়, স্নায়ু গুলি সতেজ হয়, রক্ত চলাচল বাড়ে এবং ন্যচারাল ভাবে ইনফেকশন ও ক্ষয়জনিত সমস্যা সেরে যায়। ফলে এধরণের ব‍্যাথা খুব দ্রুত ভালো হয়।

বাত ব্যাথা দুর করন ও ডিটক্সিফিকেশনের একমাত্র ন্যাচারাল পদ্ধতি হচ্ছে হিজামা বা কাপিং থেরাপি।

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগছি চিকিসা করেও কোন আরাম পাচ্ছি না। তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে ক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে। এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

আসুন জেনে নেই হিজামা কি?


হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরীক, মানসিক ও আধ্যাত্নিক সুস্থ্যতা বিদ্যমান রয়েছে এবং এটার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বল্লেই চলে।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

হিজামা বা ওয়েট কাপিং

হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে। এই পদ্ধতিতে হিজামার দ্বারা যেসব রোগের উপকার হয়ঃ

১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। স্পোর্টস ইনজুরী।
১১। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১২। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৩।অনিদ্রা
১৪। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৫। হাপানি।
১৬। হৃদরোগ।(শুরু অবস্থায়)
১৭। ডিস্ক প্রোলাপ্স বা PLID,
১৮। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
১৯। চর্মরোগ।
২০। ডায়াবেটিস।
২১। সাইনুসাইটিস।
২২। চুল পড়া।
২৩। ব্রেইন ডিজেজ।
২৪। কোলেষ্টরেল।
২৫। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
২৬। মানসিক সমস্যা।
২৭। পারকিনসন্স ডিজিজ।
২৮। কিডনির সমস্যা(শুরু অবস্থায়)
২৯। লিভার ডিজিজ।
৩০। অনিয়মিত মাসিক ও মেয়েদের অন্যান্য সমস্যা।
৩১। মাদকাসক্তি।
৩২। প্যরালাইসিস।
৩৩। মাথা ঘোরা।
৩৪। যাদু টোনা।
৩৫। পাইলস সহ আরো অনেক রোগের উপকার হয়।

★★যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এইজন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।★★


আব্দুল্লাহ বিন আব্বাস রা: বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারী ৫৭০১)

১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

ড্রাই কাপিং

একধরনের ড্রাই কাপিং ম্যাসাজ। যারা রক্ত বের করতে চান না তাদের জন্য এই থেরাপি। এই থেরাপির দ্বারা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি ও মাংস পেশী সতেজ হয়, ব্যাথা- বেদনা দূর হয় যা আপনাকে দিবে এক আনন্দদায়ক অনুভূতি।

ফেসিয়াল কাপিং

একধরনের ফেসিয়াল ম্যাসাজ, যা ভ্যাকিউয়াম কাপ দ্বারা করা হয়, ফলে চেহারার সৌন্দর্য্য বৃদ্ধি পায় ও ত্বক মসৃন হয়।

‌হিজামার পরে করনীয় বিষয়সমূহঃ

১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবেনা।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।

কোথায় হিজমা সেট পাবেন?

আমরা তুর্কি থেকে আমদানিকৃত অরিজিনাল হিজমা কাপিং সেট ও কলম স্বল্পমূল্য বিক্রয় করে থাকি। আমাদের ঠিকানাঃ

হেলথ ওয়েদার HEALTH WEATHER


প্রধান শাখাঃ ১২/১ রিং-রোড, শ্যামলী, ধাকা-১২০৭
ফোনঃ +৮৮০১৯০৩৭৫৩২২৪

কুমিল্লা শাখাঃ ট্মসম ব্রিজ, ইবনেতাইমিয়া স্কুল ও কলেজের বিপরীতে, কুমিল্লা-৩৫০০
ফোনঃ +৮৮০১৯০৩৭৫৩২২৪

Comments

Popular posts from this blog

কাপিং থেরাপি (হিজামা) কিভাবে কাজ করে?

হিজমা-কাপিং দ্বারা চিকিৎসাকৃত এমন কিছু রোগের নাম।

মোটা হতে চান? তাহলে এই ৬ টি ঘরোয়া টিপস দেখুন