হিজমা-কাপিং দ্বারা চিকিৎসাকৃত এমন কিছু রোগের নাম।




হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ আল-হাজমথেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং) হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ শক্তিশালী হয়।

হাদিসে উল্লেখঃ

আবূ হুরায়রাহ থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যে আছে।

আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন:

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দুকাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।

ইবনু উমার বলেন:

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: বাসি মুখে রক্তমোক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমোক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করায়।

হিজামার মাধ্যমে ব্যাকপেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথাব্যথা (মাইগ্রেন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েডের ব্যাঘাত, স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অণ্ডকোষ ফোলা ফোড়া-পাঁচড়া ইত্যাদি প্রতিরোধ হয়। হিজামার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, শরীর সতেজ হয় কর্মস্পৃহা বাড়ে।

আমরা দেশে ও দেশের বাহিরে কাপিং সাপ্লাই করে থাকি।। অর্ডার করতে ফোন করুন +8801903753224 নাম্বারে। দেশের ভেতর যে কোন স্থানে ডেলিভারি চার্জ ১০০ টাকা আগ্রিম প্রদান করতে হবে। ইমু মাধ্যমে সরাসরি যোগাযোগ করেও অর্ডার করা যাবে।  Health Weather ই একমাত্র অরিজিনাল তুর্কি কাপিং বাংলাদেশে নিয়ে এসেছে, আমাদের থেকে ক্রয় করলে নকল পন্য পাবার আশঙ্কা নেই। বাজারে নকল হেলথ ওয়েদার পন্য রয়েছে তাই, নকল থেকে সাবধান।

Comments

Popular posts from this blog

কাপিং থেরাপি (হিজামা) কিভাবে কাজ করে?

মোটা হতে চান? তাহলে এই ৬ টি ঘরোয়া টিপস দেখুন