যে রোগে অবশ্যই হিজামা চিকিৎসা করবেন



হিজামা থেরাপী ব্রেন স্ট্রোক প্রতিরোধক হিসাবে কাজ করে। মাথা, ঘাড়সহ শরীরের সুনির্দিষ্ট পয়েন্টে হিজামার থেরাপী গ্রহণের মাধ্যমে ব্রেন স্ট্রোক প্রতিরোধ করা যায়। ব্রেন স্ট্রোক এর অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, হিজামা থেরাপীর মাধ্যমে উচ্চ রক্তচাপের প্রতিরোধ চিকিৎসা করা সম্ভব।

ব্রেন স্ট্রোক রোগীকে যত তাড়াতাড়ি হিজমা থেরাপী আওতায় নিয়ে আসা যায় তত দ্রুত আরোগ্য লাভ করা যায়। হিজামা বিশেষজ্ঞ এর মাধ্যমে স্ট্রোকের রোগীকে সুনির্দিষ্ট পয়েন্টে কাপিং বা হিজামা করানো।

কাপিং বা হিজামার মাধ্যমে হাড়ক্ষয়, উচ্চ রক্ত চাপ, পিঠের ব্যথা, কোমরে ব্যথা,পা অবস বা পায়ে ঝিঁঝিঁ ধরাসহ যেকোন ধরনের ব্যথাজনিত রোগের চিকিৎসা করা যায়।

কাপিং বা হিজামার অন্যতম গুন হচ্ছে চিকিৎসা সাইড এফেক্ট বা পার্শ প্রতিক্রিয়া মুক্ত।

ব্রেন স্ট্রোক এর রোগীর এসেসমেন্টের উপর নির্ভর করবে কয়টি সেশন কপিং বা হিজামা থেরাপীর লাগতে পারে।

হিজামা বিশেষজ্ঞ কাপিং বা হিজামা পরবর্তী যে গাইড লাইন দেবেন তা যত্নসহকারে ফলো করতে হবে।

হিজামা থেরাপীর পাশাপাশি অন্য চিকিৎসা করাতে কোন বাধা নেই।

আমরা দেশে ও দেশের বাহিরে কাপিং সাপ্লাই করে থাকি।। অর্ডার করতে ফোন করুন +8801903753224 নাম্বারে। দেশের ভেতর যে কোন স্থানে ডেলিভারি চার্জ ১০০ টাকা আগ্রিম প্রদান করতে হবে। ইমু মাধ্যমে সরাসরি যোগাযোগ করেও অর্ডার করা যাবে। 

Comments

Popular posts from this blog

কাপিং থেরাপি (হিজামা) কিভাবে কাজ করে?

হিজমা-কাপিং দ্বারা চিকিৎসাকৃত এমন কিছু রোগের নাম।

মোটা হতে চান? তাহলে এই ৬ টি ঘরোয়া টিপস দেখুন